প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ডা. জাফরুল্লাহ
পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট শেষ করতে পারায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোনার বাংলা পার্টি আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এ অভিনন্দন জানান।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অভিনন্দন আপনি পদ্মা ব্রিজ শেষ করেছেন। মেগা প্রজেক্ট করেছেন। মানুষের খাবার নেই কিন্তু একটা ভালো কাজই করলেন যাতায়াত সুবিধা করে দিলেন। কিন্তু এই যে দশ লাখ লোকের সমাবেশ করবেন এইটা বন্ধ করেন। এই ১০ লাখ লোক আনতে যে খরচ হবে সেইটা দিয়ে এই ঈদে ১০ লাখ পরিবারকে খাবার দেন। আধা সের গরু ছাগলের মাংস দেন, আর পাঁচ সের চাল ডাল ইত্যাদি দেন। তাহলে সবাই আপনার জন্য দোয়া করবে। আপনি তো পদ্মা সেতু করেছেন, তা তো আমরা দেখছিই।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সীতাকুণ্ডে যা হয়েছে এটা নতুন কিছু নয়। ২০১০ সালে নিমতলির কথা নিশ্চয় ভুলে যাননি। সেখানেও প্রায় ১৩৪ জন লোক মারা গিয়েছিলো। এবং ওটাই শেষ ঘটনা নয়। প্রতি বছরই হয়েছে। ২০২১ সালে নারায়ণগঞ্জে হাসেম ফুডসেও একই ঘটনা ঘটেছে। এখানকার প্রত্যেকটা সমস্যা সরকারের সৃষ্টি। এই সরকার নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো কিছু খোঁজে না।
অনিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ঘেরাও দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
দেশে আন্দোলন গড়ে তুলতে খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন না নিলে দেশে আন্দোলন গড়ে উঠবে না।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত