পবিপ্রবিতে মহানবী(স.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মু’মিনীন হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দার কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদ ও টিএসসি সড়কের সামনে পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ রিপন হোসেন, মোঃ নাঈম হোসেন,মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ আব্বাস। বক্তারা হযরত মুহাম্মদ (স.)ও হযরত আয়েশা(রা.) নিয়ে কটুক্তি কারীদের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলটি পবিপ্রবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।#
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত