তাদের এত যদি ইচ্ছা হয়, দেশের বাইরে থেকে চিকিৎসক আনুক: কাদের

| আপডেট :  ১১ জুন ২০২২, ০৯:২৮  | প্রকাশিত :  ১১ জুন ২০২২, ০৯:২৮

‘খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য দেশের বাইরে তার চিকিৎসা করার ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় আমরা আবারো বলছি, সব দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পালটা প্রশ্ন করে বলেছেন, সরকার কেন দায়িত্ব নেবে?

শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পালটা প্রশ্ন করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের আন্দোলনে তিনি (খালেদা জিয়া) কি মুক্ত আছেন? এটা শেখ হাসিনারই উদারতা-মানবিকতা। এজন্য মুক্ত আছেন তিনি। বাসায় থাকার অধিকার পেয়েছেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কোনো বাধা নেই। তাদের এত যদি ইচ্ছা হয়, দেশের বাইরে থেকে চিকিৎসক আনুক। অসুবিধা তো নাই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যেহেতু বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় দেখছে, ফলে তারা ভালো বলতে পারবে।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত