১ জুন শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে রাজপথ অচল করার হুঁশিয়ারি
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা আগামী ১ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। এ সময় বক্তারা বলেন, একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হয়, তাহলে রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলতে বাধ্য করা হবে।
তারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বারবার আশ্বাস দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রস্তুতি নিচ্ছেন না। আমরা আর আশ্বাসের বাণী শুনতে চাই না।
এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে অভিভাবক-শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো চাপ নেই। কিন্তু এ দিকে গত পাঁচ মাসে শিক্ষার্থীরা বাসায় বসে থেকে মানসিক বিপর্যয়ের মুখে পড়ছে। বাল্য বিবাহ বেড়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত