একই সময়ে চারটি লিগ, বিপদে বিপিএল

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই প্রথমবারের মতো মাঠে গড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট টুর্নামেন্ট সময়ের সঙ্গে নিজেদের আভিজাত্য এবং প্রতিযোগিতার মাপকাঠি ধরা রেখে বর্তমানে এককভাবে আড়াই মাসের বিশাল এক উইন্ডো নিজেদের দখলে নিয়েছে।
অপরদিকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে এরপরই উঠে আসা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য বিপদ যেন ক্রমশ বাড়ছে। বিশ্বব্যাপী বর্তমানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আধিপত্যের কারণে নির্দিষ্ট সময়ে একের অধিক লিগে খেলা থাকছে একই সময়ে। যে গ্যাঁড়াকলে পড়েছে বিপিএল।
একই সময়ে চারটি লিগের উইন্ডোতে জায়গা পেয়েছে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। জানুয়ারি-ফেব্রুয়ারির যে উইন্ডোতে বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির। একই সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে চলবে বিগ ব্যাশ লিগ (বিবিএল), দক্ষিণ আফ্রিকায় তাদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট মানজি সুপার লিগ এবং সদ্য সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ইউএই লিগ অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিপিএলের শেষদিকে এসে বাগড়া দিবে পাকিস্তানের সুপার লিগও (পিএসএল)। বিশ্ব ব্যাপী এত সব ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝে বিপিএলের খেলা হলে নিশ্চিতভাবে বড় তারকা পেতে বেশ বেগ পেতে হবে বিপিএলের গভর্নিং বডির। এর আগে বিশ্ব ক্রিকেটের বড় বড় নামগুলোকে বিপিএলে দেখা গেলেও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোও জনপ্রিয়তার ডালপালায় বেড়ে ওঠায় এবং অর্থের হাতছানিও বড় হয়ে যাওয়ায় ক্রিকেটারদের পেতে সমস্যা হতে পারে বিপিএলের আয়োজক কমিটির।
কিন্তু আইসিসির নতুন উইন্ডোতে জানুয়ারি-ফেব্রুয়ারির এই সময় ছাড়া অন্য কোনো উপায়ও থাকছে না বিপিএলের গভর্নিং কমিটির কাছে। এদিকে সময়ের সঙ্গে বিশ্ব ক্রিকেটের বিশাল বাজার দখল করে নেওয়া আইপিএল আড়াই মাসের লম্বা এক উইন্ডো বলতে গেলে একাই দখল করে নিয়েছে।
মার্চে যখন আইপিএল শুরু হবে সেই মাসে পিএসএলের কিছু খেলা থাকলেও সেটি সাংঘর্ষিক হওয়ার সম্ভাবনা খুব কম। এদিকে দশ দলের আইপিএলে বর্তমানে হচ্ছে ৭৪টি করে ম্যাচ। ২০২৫-২০২৬ সালে যা বেড়ে দাঁড়াবে ৮৪টিতে। ২০২৭ সালে সেই সংখ্যা আরও দশ বেড়ে ৯৪তে গিয়ে ঠেকবে। এই সময় বিশ্ব ক্রিকেটের বড় নামগুলোকে আইপিএলে পেতেই আন্তর্জাতিক ম্যাচও তেমন দেখা যাবে না।
এদিকে ইংলিশের নতুন সংযোজন দ্য হান্ড্রেডের জন্য আগস্টের সময়টুকু বেছে নিয়েছে আইসিসি। একই মাসে হবে লঙ্কান প্রিমিয়ার লিগও (এলপিএল)। এরপরের মাস সেপ্টেম্বরে শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত