দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী
দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (১৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে যাওয়ার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে আইনমন্ত্রী বলেন, যখন নির্বাচন হবে তখন যে সরকার ক্ষমতায় থাকবে তাদের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এজন্য বিদেশীদের কাছে তদবির নয়। সারাবিশ্বে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে।
বিএনপির এ সরকারের অধীনে নির্বাচন না আসা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেছে তা আর ফিরে আসবে না। দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।
সব দল আগামী নির্বাচনে আসবে আশা করে আইনমন্ত্রী বলেন, কেউ অপরাধ করে শাস্তি পেলে কারাভোগ করতে হবে নির্বাচনে আসার সুযোগ নেই।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত