করোনায় মৃ’ত্যু ও সংক্রমণ বাড়লো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬১৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭১০ জন। মোট শনাক্ত ৮ লাখ ৫৪০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৫৬৭জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। সোমবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৫০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ১৭৮ট নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত