দ্বিতীয়বার বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

আশফাকুর রহমান রবিনকে বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা। রবিন পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের বিষয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) গণমাধ্যমকে পূর্ণিমা বলেন, ‘কাজের সূত্র ধরেই তার সঙ্গে পরিচয়। ৩ বছরে পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া।’
আশফাকুর রহমানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, চার অথবা পাঁচ বছর আগে কাজের সূত্রেই তার সঙ্গে পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানাই। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো। পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।
দুই পরিবারের ইচ্ছেতে বিয়ে হওয়ায় সবাই অনেক খুশি জানিয়েছেন পূর্ণিমা।
পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত