আশা পূরণে ব্যর্থ মাবিয়া
বার্মিংহামে কমনওয়েলথ গেমসে মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণীতে ১২ প্রতিযোগীর মধ্যে অষ্টম হয়েছেন বাংলাদেশের মাবিয়া আক্তার। সবমিলিয়ে ১৮১ কেজি ওজন তুলেছেন এসএ গেমসে টানা দুই আসরের সোনাজয়ী।
এর আগে সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে ১৮৩ কেজি তুলেছিলেন দেশ সেরা এই ভারোত্তোলক। এ আসরে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে তাই ব্যর্থ মাবিয়া।
এদিকে সোমবার ( ১ আগস্ট) তিনটি ইভেন্টে পুলে নেমেছিল বাংলাদেশের সাঁতারুরা। ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৬.৭৮ সেকেন্ড সময় নিয়ে হিটে আট জনের মধ্যে চার নম্বর অবস্থানে রয়েছেন মাহমুদুর নবী নাহিদ। এ নিয়ে ৪৭ জনের মধ্যে ২৬তম হয়েছেন এই সাঁতারু।
নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৫ প্রতিযোগীর মধ্যে ১ নম্বর হিটে রয়েছেন মরিয়ম আক্তার। ১.২০.৩৭ সেকেন্ড সময় নিয়ে সেরা ছিলেন তিনি। তবে সেমির জন্য এটি যথেষ্ঠ ছিল না। ২৮জন প্রতিযোগির মধ্যে ২৪তম হয়েছেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত