জিম্বাবুয়ের কাছে লজ্জার হার বাংলাদেশের, যা বললেন মোসাদ্দেক

| আপডেট :  ০২ আগস্ট ২০২২, ০৯:৩৩  | প্রকাশিত :  ০২ আগস্ট ২০২২, ০৯:৩৩

১৪তম ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১১০ রান। টাইগার বোলারদের তোপে ঠিকঠাক থিতু হতে পারছিল না জিম্বাবুয়ের ব্যাটাররা। একের পর এক উইকেট নিয়ে সিরিজ জয়ের আশা দেখাচ্ছিলেন নাসুম আহমেদ, শেখ মেহেদীরা।

১-১ সমতায় থাকা সিরিজে তৃতীয় ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল অলিখিত ফাইনাল। টসে ব্যাটিং করতে নেমে ৬৭ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।

এরপর ১৫ ওভারের সময় নাসুম আহমেদ তার দ্বিতীয় ওভার করতে এসেই একের পর এক বাউন্ডারি হজম করতে থাকেন রায়ান বার্লের কাছ থেকে।

ওভারের প্রথম বলটা স্লগ-সুইপে ছক্কা মারেন লং-অন দিয়ে। দ্বিতীয় বলে স্কয়ার লেগ অঞ্চল দিয়ে, তৃতীয় বলে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে, চতুর্থ বলটাও একই জায়গা দিয়ে পাঠান সীমানার বাইরে। পঞ্চম বলে লং-অনে চার হাঁকালেও শেষ বলে ছক্কা মারেন লং-অফ দিয়ে।

৫টি ছক্কা আর একটি চারে ৩৪ রান তুলে রায়ান বার্ল এখন এক ওভারে সর্বোচ্চ রান তোলার তালিকায় তৃতীয়। ১৪ ওভারে ৭৬ থেকে ১৫ ওভার শেষে জিম্বাবুয়ের রান ১১০।

বার্ল একাই গড়ে দেন ম্যাচের পার্থক্য। জিম্বাবুয়ের কাছে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হেরে ম্যাচ শেষে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, ‘প্রথম ১৪ ওভারে আমরা ওপরে ছিলাম। কিন্তু ১৫তম ওভারটাই খেলার পার্থক্য গড়ে দেয়। আফিফ দারুণ ব্যাটিং করেছে করেছে।’

টি-টোয়েন্টি সিরিজে হারলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে বেশ আশাবাদী মোসাদ্দেক। বলেছেন, ‘সবাই জানে আমরা ওয়ানডেতে কতটা ভালো এবং আশা করি আমরা ভালো খেলব।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত