এশিয়া কাপের সূচি প্রকাশ
এশিয়া কাপের সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে উদ্বোধনী ম্যাচে ২৭ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলংকা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে শারজায় ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। আসরের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ভারত-পাকিস্তানের লড়াই দেখা যাবে দুবাইতে ২৮ আগস্ট।
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে ২০ ওভারের ফরম্যাটে। আয়োজক দেশ শ্রীলংকা হলেও প্রতিটি ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে হবে। রাজনৈতিক খারাপ পরিস্থিতির কারণে শ্রীলংকা নিজ দেশে টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি।
আসরে দুটি গ্রুপ করা হয়েছে। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল। আর গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান।
প্রতিটি ম্যাচই স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। যেখানে ১০টি ম্যাচ দুবাইতে ও তিনটি শারজায়।
ওমানে ৬ দল নিয়ে ২০ আগস্ট থেকে বাছাইপর্ব শুরু হবে। এতে খেলবে আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকং। এই ৪ দলের মধ্যে সেরা দলটিই ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের মুখোমুখি হবে।
গ্রুপ পর্বে প্রতিটি দল অন্য দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের সেরা দুই দল সুপার ফোর রাউন্ডে উঠবে। পরে সেখানেও একটি দল আরেকটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সুপার ফোরের সেরার দুই দল ১১ সেপ্টেম্বর ফাইনালে লড়বে।
গ্রুপ ‘এ’:
ভারত বনাম পাকিস্তান : ২৮ আগস্ট, দুবাই
ভারত বনাম বাছাই চ্যাম্পিয়ন : ৩১ আগস্ট, দুবাই
পাকিস্তান বনাম বাছাই চ্যাম্পিয়ন : ২ সেপ্টেম্বর, শারজা
গ্রুপ ‘বি’:
শ্রীলংকা বনাম আফগানিস্তান : ২৭ আগস্ট, দুবাই
বাংলাদেশ বনাম আফগানিস্তান : ৩০ আগস্ট, শারজা
শ্রীলংকা বনাম বাংলাদেশ : ১ সেপ্টেম্বর, দুবাই
সুপার ফোর :
বি১ বনাম বি২ : ৩ সেপ্টেম্বর, শারজা
এ১ বনাম এ২ : ৪ সেপ্টেম্বর, দুবাই
এ১ বনাম বি১ : ৬ সেপ্টেম্বর, দুবাই
এ২ বনাম বি২ : ৭ সেপ্টেম্বর, দুবাই
এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর, দুবাই
বি১ বনাম এ২ : ৯ সেপ্টেম্বর, দুবাই
ফাইনাল: ১১ সেপ্টেম্বর, দুবাই
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত