এবার ইনজুরিতে মুস্তাফিজ, পরের ম্যাচে না খেলার আশঙ্কা

| আপডেট :  ০৭ আগস্ট ২০২২, ০১:১০  | প্রকাশিত :  ০৭ আগস্ট ২০২২, ০১:১০

বাংলাদেশ ক্রিকেট দলের উপর যেন ইনজুরির ভূত চেপে বসেছে। একের পর এক ক্রিকেটার টানা ইনজুরি আক্রান্ত হচ্ছেন। এই দলে সর্বশেষ সংযোজন পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিম ফিজিও মোজাদ্দেদ সানি জিম্বাবুয়ে থেকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। টাইগার টিম ফিজিও সানি জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানো দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলবেন না এই পেসার।

মুস্তাফিজকে না পেলেও শরীফুল ইসলামকে দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে বলে জানিয়েছে টিম ফিজিও। প্রথম ওয়ানডে ম্যাচে শরীফুলের পাওয়া আঘাত খুব একটা গুরুতর নয়। এদিকে মুশফিকের বৃদ্ধাঙ্গুলিতে পাওয়া আঘাতও খুব একটা মারাত্মক নয় বলে জানিয়েছে মোজাদ্দেদ সানি। মুশফিকের আঙুলে কোনো চিড় দেখা যায়নি। যার কারণে সামনের ম্যাচে খেলবেন মুশফিকও।

টিম ফিজিও মোজাদ্দেদ সানি ভিডিও বার্তায় বলেন, ‘আমরা মুশফিক, শরীফুল এবং মুস্তাফিজের আবারও পরীক্ষা করেছি। মুশফিকের হাতে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে হালকা চোট আছে। শরীফুলের আমরা বড় ধরনের কোনো কিছু পাইনি।

মুস্তাফিজ ভাইয়ের এমআরআইতেও খারাপ কিছু আসেনি। জাস্ট জয়েন্ট ইফ্যূশন এবং সফট টিস্যু ডিমার এসেছে। ইনশাআল্লাহ কালকের ম্যাচে শরীফুল এবং মুশফিক ভাই দুইজনেই অ্যাভেলেবল আছেন। আমরা হয়তবা মুস্তাফিজ ভাইকে একদিন, আগামী ম্যাচটা বিশ্রাম দিব। তবে পরের ম্যাচ থেকে তিনি অ্যাভেলেবল থাকবেন।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত