বিএনপি নেতা হাসান মামুনের বাবা আর নেই

| আপডেট :  ০২ জুন ২০২১, ১২:১৪  | প্রকাশিত :  ০২ জুন ২০২১, ১২:১৪

ঢাবির সাবেক ছাত্রদলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের বাবা মো. মকবুল হোসেন হাওলাদার মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের বাড়িতে মৃত্যু বরণ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি স্বজনরা নিশ্চিত করেছেন।

স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন মো. মকবুল হোসেন হাওলাদার।

দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মকবুল হোসেন। বিএনপি এ নেতার বাবার মৃত্যুতে দশমিনায় দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে স্থানীয় এমপি এস এম শাহজাদা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শওকতসহ বিভিন্ন মহল শোকাহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত