১০ কোটির মাইলফলকে শাকিব-বুবলীর গান

| আপডেট :  ২০ আগস্ট ২০২২, ০৯:৫৮  | প্রকাশিত :  ২০ আগস্ট ২০২২, ০৯:৫৮

সুপার স্টার শাকিব খান ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির কথা হয়তো সবার মনে আছে। সিনেমাটির ‘দিল দিল’ গানটি তখন বেশ জনপ্রিয়তা পেয়েছিল। নতুন খবর হলো সম্প্রতি গানটি ১০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।

২০১৬ সালে ১২ সেপ্টেম্বর মুক্তি পায় ‘বসগিরি’। একই বছরের ৪ সেপ্টেম্বর ‘দিল দিল’ ইউটিউবে প্রকাশিত হয়। গানটির শুটিং হয়েছিল থাইল্যান্ডে। ‘দিল দিল’ গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান।

‘বসগিরি’ দিয়েই ঢালিউডে অভিষেক বুবলীর। সেই ছবির গান ‘দিল দিল’ ১০ কোটির মাইলফলক স্পর্শ করায় উচ্ছ্বসিত তিনি। বুবলী বলেন, সত্যিকার অর্থে আমার কাছে খবরটি অন্য রকমের ভালো লাগার। ছবির পরিচালক, প্রযোজক ও গানটির গীতিকার, সুরকার, গায়ক-গায়িকা ও কোরিওগ্রাফারের কাছে ভীষণ কৃতজ্ঞ। কারণ, তাদের কারণেই এত সুন্দর একটি গানের অংশ হয়ে দর্শকের কাছে পৌঁছাতে পেরেছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত