দুমকীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইনফ্রারেড থার্মোমিটার বিতরণ

| আপডেট :  ০২ জুন ২০২১, ০৫:৪৭  | প্রকাশিত :  ০২ জুন ২০২১, ০৫:৪৭

জুবায়ের ইসলাম সোহান, দুমকি,পটুয়াখালী থেকে: দুমকী উপজেলা পরিষদ কর্তৃক করোনা প্রাদুর্ভাব রোধে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইনফ্রারেড থার্মোমিটার ও প্যাডেল বিন বিতরণ করা হয়েছে। বুধবার (২ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার আর্থিক সহযোগিতায় দুমকি উপজেলা নির্বাহি অফিসার শেখ আব্দুল্লাহ সাদিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়শনের সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ হাওলাদার।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ইউজিডিপি উপজেলা উন্নয়ন সহায়ক মেহেদী হাসান প্রমুখ। উল্লেখ্য দুমকি উপজেলার সবকটি প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসায় ইনফ্রারেড থার্মোমিটার ও পেডেল বিন প্রদান করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত