এশিয়া কাপ শুরুর আগেই করোনায় আক্রান্ত দ্রাবিড়

| আপডেট :  ২৪ আগস্ট ২০২২, ১২:২৯  | প্রকাশিত :  ২৪ আগস্ট ২০২২, ১২:২৯

এ মাসেই শুরু হতে যাচ্ছে উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বে লড়াই। কিন্তু এশিয়া কাপ শুরুর আগে দুঃসংবাদই পেল ভারতীয় ক্রিকেট দল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। ফলে নেগেটিভ না হওয়া পর্যন্ত দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারছেন না তিনি।

দুবাই যাওয়ার আগে ভারত দলের করোনা পরীক্ষা করা হয়। তাতে পজিটিভ হন দ্রাবিড়। শুরুতে হালকা উপসর্গ ছিল তার। পরে তা কমেও যায়। দুদিনের মধ্যে আবারও করোনা পরীক্ষা করা হবে দ্রাবিড়ের।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ‘এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাত যাওয়ার আগে করোনা পজিটিভ হয়েছেন ভারতের প্রধান কোচ দ্রাবিড়। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তার হালকা উপসর্গ আছে। আগামী কয়েক দিন বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন দ্রাবিড়। পরের পরীক্ষায় করোনা নেগেটিভ হলেই দলের সাথে যোগ দেবেন তিনি।’

উল্লেখ্য, ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই মহারণের আগেই দ্রাবিড়কে দলে চাইবেন রোহিত শর্মারা। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল দ্রাবিড়কে। তার অবর্তমানে ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকা পালন করেছেন ভিভিএস লক্ষন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত