সহকর্মীকে রাত ১০টায় ঘুমাতে নির্দেশ, ভাইরাল চিঠি সম্পর্কে যা জানা গেল

| আপডেট :  ২৫ আগস্ট ২০২২, ১২:৫২  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২২, ১২:৫২

সারাদেশে বিদ্যুৎ সাশ্রয়কে কেন্দ্র করে সব ধরনের সরকারি অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করেছে সরকার। একই সঙ্গে ব্যাংকে লেনদেন সকাল ৯টা থেকে শুরু হয়েছে। শেষ বিকেল ৪টায়। গত সোমবার প্রজ্ঞাপন দিয়ে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার (২৪ আগস্ট) থেকেই চালু হয়েছে এই নির্দেশনা।

এমন ঘোষণার পর গতকাল মঙ্গলবার রাতে ভাইরাল হয় একটি চিঠি। সেখানে সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সহকর্মীকে। গোপালগঞ্জের কাশিয়ানীর একটি ব্যাংকের প্যাডে এই নির্দেশনা পাওয়া যায়।

ভাইরাল হওয়া ওই চিঠিটি দেওয়া হয়েছে ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে। সেখানে একই ব্যাংকের ম্যানেজারের স্বাক্ষর ছিল।

চিঠিতে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডিওএস ৩১ অনুসারে জনাব মো. …, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল। ’

ব্যাংকের ওই শাখার ম্যানেজার তার স্বাক্ষর জাল করা হয়েছে দাবি করে বলেন, ‘ব্যাংকের এক সিনিয়র অফিসার ফান (মজা) করে অপর এক কর্মকর্তাকে এই চিঠি পাঠিয়েছেন। তারা দুজন ব্যাচমেট। এ ফান করা চিঠিই ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। ’

ম্যানেজার আরো বলেন, ‘তাদের দুজনকেই শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের এর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। ’

সংবাদ পেয়ে ব্যাংকটির আঞ্চলিক মহাব্যবস্থাপক ডিজিএম ওই শাখায় আসেন। তিনি বলেন, ‘ঘটনাটি শুনেছি। এটা দুঃখজনক। তবে আমি অন্যান্য কাজে এসেছি। দেখি বিষয়টি নিয়ে কী করা যায়। ’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত