এবার বুকে বল লেগে মারা গেলেন ক্রিকেটার
ম্যাচ চলাকালীন প্রবল জোড়ে বুকে বল লাগার ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় এক ক্রিকেটার। তার নাম হাবিব মণ্ডল। হৃদয়বিদারক এক ঘটনার সাক্ষী হল ভারতীয় ক্রিকেট।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দিল্লিতে খেলতে গিয়ে ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষের এক পেসারের বল হাবিবের বুকের বাঁ দিকে লাগে। সঙ্গে সঙ্গে পিচের উপর লুটিয়ে পড়েন তিনি। মাঠেই জ্ঞান হারান। তাকে দ্রুত স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাজ হয়নি। চিকিৎসা শুরুর কিছু সময় পরই চিকিৎসকরা জানান, হাবিবের মৃত্যু হয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা হাবিব ১৫ আগস্ট দিল্লি গিয়েছিলেন। সেখানে পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল তার। অথচ ১৯ আগস্ট প্রথম ম্যাচ খেলার সময়ই ঘটল দুর্ঘটনা।
পরিবার নিয়ে উত্তর ২৪ পরগনার বাগদার রাউতারা গ্রামে স্কুলপাড়া এলাকায় থাকতেন হাবিব। দক্ষ ব্যাটসম্যান হিসেবে বেশ খ্যাতি ছিল তার। ক্রিকেট খেলতে প্রচণ্ড ভালোবাসতেন। হাবিবের স্ত্রী নীলিমা মন্ডল জানালেন, ‘খেলতে খুব ভালোবাসত হাবিব। বলতো, খেলতে গিয়ে যদি প্রাণও চলে যায় যাক। সেই খেলাই প্রাণ কেড়ে নিল ওর।’
এর আগে, খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজ। ২০১৪ সালের নভেম্বরে শেফিল্ড শিল্ডে খেলার সময় এক বাউন্সারের আঘাত প্রাণ হারিয়েছিলেন তিনি।
সূত্র অনুযায়ী , ১৬২৪ সালে জাস্পার ভিনাল প্রথম ক্রিকেটার, যিনি মাথায় আঘাত লেগে মারা যান। ক্রিকেটের আদি যুগ বলা যেতে পারে ওই সময়টাকে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত