পবিপ্রবিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত বই বিতরণ
জুবায়ের ইসলাম, পবিপ্রবি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের স্মারকগ্রন্থ বিতরণ করেছে বঙ্গবন্ধু পরিষদ।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে, পবিপ্রবির শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীসহ দুমকি উপজেলার প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে উপহার হিসেবে এসব বই তুলে দেয়া হয়। কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মিয়া(মুন্না)’র সঞ্চালনায় ও প্রফেসর ড. আব্দুল মতিনের সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর জেহাদ পারভেজ।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শ, মূল্যবোধ ও কর্মের জগতকে নতুন প্রজন্মের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রয়াসেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সম্পাদিত স্মারকগ্রন্থটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরনের উদ্যোগ নেওয়া হয়।
এসময় বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়টির জেষ্ঠ্য শিক্ষক প্রফেসর আ ক ম মোস্তফা জামান। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মো.শহীদুল ইসলাম, প্রফেসর ড. কাউসার নিয়াজ বিন সুফিয়ান, প্রফেসর ড. গোপাল সাহা, কর্মকর্তা পরিষদের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মো. ওয়াজকুরুনী, কলেজ শিক্ষক অধ্যাপক শহীদুল ইসলাম, স্কুল শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, পবিপ্রবি’র কর্মচারী পরিষদের সভাপতি মো. মুজিবর রহমান মৃধা, শিক্ষার্থী মো.নাঈম হোসেন ও রেজওয়ানা হিমেল প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত