বাড়তি দ্রব্যমূল্যে হাঁসফাঁস শিক্ষার্থীরাও
রাজধানীর মিরপুর এলাকায় একটি মেসে পড়াশোনা করছেন ছাত্ররা। নিজেরা শিক্ষার্থী আবার শিক্ষকতা করিয়ে পড়াশোনার খরচ জোগাচ্ছেন সরোয়ার হোসেন। ঢাকা কলেজের ছাত্র তিনি। থাকেন হলে। সরোয়ারের মতো এমন আরো অনেক শিক্ষার্থী আছেন, যাঁরা মফস্বল বা দূরের গ্রাম থেকে রাজধানী ঢাকায় এসেছেন উচ্চশিক্ষার জন্য। থাকছেন বিশ্ববিদ্যালয়ের হল বা মেসে। নিত্যপণ্যসহ জীবনযাপনের আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।
এতে খাবার, শিক্ষাসহ অন্যান্য ব্যয় মেটাচ্ছেন। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতে বাদ সেধেছে।
সরোয়ার হোসেনের ভাষ্য মতে, আগে সকালের নাশতায় ২৫ থেকে ৩০ টাকা খরচ হতো। ডিম, তেলসহ অন্যান্য খাদ্যপণ্যের দাম বাড়ায় এখন খরচ হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।
তিনি বলেন, ‘প্রতিদিন খাবারের পেছনে যে খরচ হচ্ছে, টিউশনির সম্মানীতে আর কুলানো যাচ্ছে না। সকালের নাশতা ৩০ টাকার মধ্যে রাখার চেষ্টা করি। দুপুর ও রাতের খাবারেও কম খরচের চেষ্টা চলছে। কিন্তু এতে হচ্ছে না। সম্মানী বাড়ানোর কথা বললে হয়তো টিউশনিই চলে যাবে। ’
ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আগে ডিম, পরোটা ও ডাল-ভাজি দিয়ে সকালের নাশতায় তাঁদের খরচ হতো ৩০ থেকে ৩৫ টাকা। দাম বাড়ায় তালিকা থেকে বাদ পড়েছে ডিম। ডাল-ভাজি আর দুটি পরোটা খেতেই এখন গুনতে হচ্ছে ৩০ টাকা।
দাম বাড়ায় তুলনামূলক সস্তা খাবার বেছে নিয়েও ২৫০ টাকা খরচ হয়ে যাচ্ছে। মাস শেষে ব্যয় দাঁড়াচ্ছে সাড়ে সাত হাজার টাকার মতো। আর টিউশনির জন্য পাঁচ থেকে ছয় হাজার টাকা পেয়ে থাকেন একজন শিক্ষার্থী।
সাব্বির হোসেন গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার পেরুল গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তরের ছাত্র। জাতির পিতা বঙ্গবন্ধু হলে থাকেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিসিএস পরীক্ষারও প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য সহায়ক বই কিনতে হচ্ছে। তিনি জানান, সাধারণ বিজ্ঞানের বই ‘সায়েন্স আওয়ার’ গত মাসে ৩৩০ টাকায় কিনেছিলেন। এক মাস যেতেই সে বইয়ের দাম ৫৫ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে ৩৮৫ টাকায়।
সাব্বির জানান, ‘টিউশনির টাকায় এসব বই কিনি। প্রতি মাসে নানা প্রয়োজনে বই কিনতে হয়। নিজেকে যোগ্য করে তুলতে আমরা সাহিত্য থেকে শুরু করে সহায়ক বিভিন্ন বই কিনে থাকি। বইয়ের দাম বাড়ায় এখন এসব কেনা কষ্টকর। ’
বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক অন্যান্য বইয়ের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সসহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব স্তরের বইয়ের দাম বেড়েছে। বই-খাতা, কলম, পেন্সিলসহ সব শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে। এসবের পাশাপাশি বেড়েছে ফটোকপি, প্রিন্ট নেওয়ার খরচ।
প্রসঙ্গত জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ-মাংস ও নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত