গোলকিপারের বীরত্বে বায়ার্নকে রুখে দিল মনশেনগ্লাডবাচ

| আপডেট :  ২৮ আগস্ট ২০২২, ০৫:০৯  | প্রকাশিত :  ২৮ আগস্ট ২০২২, ০৫:০৯

এক বা দুটি নয়, একে একে ১৯টি সেভ দিয়ে মনশেনগ্লাডবাচকে রক্ষা করেছেন ইয়ান সোমার। আক্রমণের পর আক্রমণ করেও জয়সূচক গোলের দেখা পায়নি চ্যাম্পিয়নরা। লিগের চতুর্থ ম্যাচে এসে পয়েন্ট ভাগাভাগি করল বায়ার্ন মিউনিখ।

শনিবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় মনশেনগ্লাডবাচের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।

প্রসঙ্গত ,চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে মনশেনগ্লাডবাচ।

৪৩ মিনিটে মারকোস থুরামের গোলে এগিয়ে যায় মনশেনগ্লাডবাচ। ৮৩ মিনিটে বায়ার্ন মিউনিখকে সমতায় ফেরান লিরয় সানে। ম্যাচ জুড়ে আলো ছড়িয়েছেন মনশেনগ্লাডবাচ গোলকিপার ইয়াব সোমার। একে একে ১৯টি শট আটকিয়ে বায়ার্নকে করেছেন জয়বঞ্চিত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত