আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান

| আপডেট :  ৩০ আগস্ট ২০২২, ০৭:৩৯  | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২২, ০৭:৩৯

প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অংশ, তাদেরকে বাদ দিয়ে কোন ভাবেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। সুবিধা বঞ্চিত ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমডা বাংলাদেশ স্থানীয় পর্যায়ে নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ডাউন সিনড্রোম সহ অন্যান্য প্রতিবন্ধীতা বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকরনে আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে এ সকল কার্যক্রম বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) আমডা বাংলাদেশ কমপ্লেক্সে আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে শারীরিক ও সেরিব্রাল পালসি বৈশিষ্ট্যসম্পন্ন ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে চলাফেরার সুবিধার্থে ও তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতকরনের লক্ষ্যে হুইলচেয়ার প্রদান করা হয়।

হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা জনাব মো: মনসুর আলম। আমডা বাংলাদেশের নির্বাহী পরিচালক সরদার এ. রাজ্জাকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর পরিচালক শাহানাজ পারভীন চৌধুরী। হুইল চেয়ার হস্তান্তরের এ অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিগন, অভিভাবক/পিতামাতা, স্থানীয় সরকার প্রতিনিধিসহ আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষনে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব মো: মনসুর আলম বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পসমুহ বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারী উদ্যোগের পাশাপাশি আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ প্রতিবন্ধীদের উন্নয়নে যে সকল কার্যক্রম সমূহ বাস্তবায়ন করছে তা অবশ্যই স্থানীয় উন্নয়নকে শক্তিশালী করবে।

সভাপতির ভাষনে আমডা বাংলাদেশের নির্বাহী পরিচালক সরদার এ. রাজ্জাক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়ন আমডা বাংলাদেশের মূল কর্মকান্ডের সাথে যুক্ত। সর্বস্তরের প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ সার্বিক জীবনমান উন্নয়নে আমডা বাংলাদেশ গজারিয়া উপজেলায় নানাবিধ কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। সভাপতির ভাষনের পর বিভিন্ন এলাকা থেকে আগত ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধী ব্যক্তিগণ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত