চাপে বাংলাদেশ

| আপডেট :  ৩০ আগস্ট ২০২২, ০৯:২১  | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২২, ০৯:২১

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। নাঈম-বিজয়-সাকিবের পর এবার সাজঘরে ফিরেছেন আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহমান। রাশীদের প্রথম ওভারের প্রথম বলেই এলবিডব্লিউ ফাঁদে পড়েন এই উইকেট কিপার ব্যাটার। এতেই চাপে পড়ে টাইগাররা।

এদিকে মঙ্গলবার (৩০ আগস্ট) দুবাইয়ের শারজাহ স্টেডিয়ামে টস জিতে শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। এই আসর দিয়েই নিজেদের নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টায় রয়েছে টাইগাররা।

স্কোর:
বাংলাদেশ: ৩৪/৪ (৭.৪ ওভার শেষে)।
ব্যাটিং: মাহমুদউল্লাহ ৪* ও আফিফ ৪*।
আউট: ৭/১ (নাঈম শেখ ৫), ১৩/২ (এনামুল ৫), ২৪/৩ (সাকিব ১১), ২৮/৪ (মুশফিক ১)।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত