আফগান শিবিরে আঘাত শুরু

| আপডেট :  ৩০ আগস্ট ২০২২, ১০:৩৪  | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২২, ১০:৩৪

সাকিবের পর আফগান শিবিরে দ্বিতীয় আঘাত করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার দশম ওভারের দ্বিতীয় বল সুইপ করতে যান হজরতউল্লাহ জাজাই। কিন্তু মিস করেন তিনি। বল গিয়ে তার পায়ে আঘাত হানে। আম্পায়ার আউট দেন। জাজাই রিভিউ নেন। কিন্তু বাঁচতে পারেননি। ২৬ বলে ৩ চারে ২৩ রান করে যান তিনি। ইব্রাহিম জাদরানের সাথে দ্বিতীয় উইকেটে ৩১ বলে ৩০ রান তোলেন তিনি।

লাইভ স্কোর:
আফগানিস্তান: ৪৫/২ (৯.২ ওভার শেষে)।
ব্যাটিং: ইব্রাহিম ১০* ও নবী ০*।
আউট: ১৫/১ (গুরবাজ ১১), ৪৫/২ (জাজাই ২৩)।

 

বাংলাদেশ: ১২৭/৭ (২০ ওভার শেষে)।
আউট: ৭/১ (নাঈম শেখ ৫), ১৩/২ (এনামুল ৫), ২৪/৩ (সাকিব ১১), ২৮/৪ (মুশফিক ১), ৫৩/৫ (আফিফ ১২*), ৮৯/৬ (মাহমুদউল্লাহ ২৫) ও ১২৭/৭ (মাহেদী ১৪)।

গুরবাজকে ফেরালেন সাকিব:

আফগানিস্তান শিবিরে প্রথম আঘাতটি হানেন সাকিব আল হাসান। দলীয় ১৫ রানের মাথায় সাকিবের বলে স্ট্যাম্পড হন রহমানুল্লাহ গুরবাজ। রহমানুল্লাহ কিছুটা সামনে এগিয়ে আসেন। সাকিব সেটা বুঝতে পেরে বল করেন। মুশফিক বল ধরেই স্ট্যাম্প ভেঙে দেন। ১৮ বল খেলে ১ চারে ১১ রান করে যান।

আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া আফগানিস্তানকে জয়ের জন্য করতে হবে ১২৮ রান।

আজ মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুতেই আফগানদের বোলিং তোপের মুখে পড়ে। ২৮ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মাহমুদউল্লাহ ও আফিফ। এই জুটি দলীয় সংগ্রহে ২৫ রান যোগ করে। এরপর মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক ষষ্ঠ উইকেটে যোগ করেন ৩৬ রান। শেষ দিকে মোসাদ্দেক ও মাহেদী ৩৮ রান যোগ করেন দলীয় সংগ্রহে। তাতে ২০ ওভারে ১২৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের মোসাদ্দেক চারটি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রান করেন। মাহমুদউল্লাহ করেন ১ চারে করেন ২৫ রান। তৃতীয় সর্বোচ্চ ১৪ রান করেন শেখ মাহেদী। বল হাতে আফগানিস্তানের মুজিব উর রহমান ও রশিদ খান ৩টি করে উইকেট নেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত