কেন আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ, জানিয়েছেন মোসাদ্দেক

| আপডেট :  ৩১ আগস্ট ২০২২, ০৭:০৯  | প্রকাশিত :  ৩১ আগস্ট ২০২২, ০৭:০৯

শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ইএসপিএনক্রিকইনফোতে পিচ রিপোর্ট দিয়েছেন শ্রীলঙ্কান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। যেখানে তিনি বলেছেন, টসে জিতে ফিল্ডিং নেবে যেকোন দল। এই মাঠে রান তাড়া করা উচিত।

অথচ টসে জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। অধিনায়কের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ২৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে শুরুতে পড়া বিপর্যয় পরবর্তীতে কাটিয়ে উঠতে পারেনি টিম টাইগার।

ম্যাচে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে একমাত্র সফল ছিলেন মোসাদ্দেক হোসেন। ৩১ বলে ৪ চার ও ১টি ছয়ে অপরাজিত ৪৮ রান করেছেন মোসাদ্দেক। ম্যাচশেষের সংবাদ সম্মেলনেও আসেন তিনি। যেখানে এই ক্রিকেটার জানিয়েছেন, আফগানিস্তানের স্পিন অ্যাটাক বিশেষ করে রশিদ খানদের বিপক্ষে রান তাড়ার রিস্ক নিতে চায়নি তারা। সে কারণে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব।

মোসাদ্দেকের ভাষ্যে, ‘আপনি যদি রশিদ খানের বিপক্ষে ব্যাট করেন, আপনি অবশ্যই চাইবেন না রান তাড়ার সময় রশিদের বিপক্ষে ওভারপ্রতি ৭-৮ করে নেওয়ার প্রয়োজন নিয়ে ব্যাট করতে। এর থেকে আমরা চেয়েছি আগে ব্যাট করে যতটুকু পারি রানটা এগিয়ে রাখতে।’

যদিও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সর্বসাকুল্যে করতে পেরেছে ১২৭ রান। আফগানিস্তানও ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে। এই বিষয়ে মোসাদ্দেক আরও যোগ করেন, ‘হয়ত দুর্ভাগ্যজনকভাবে আমরা এটা করতে পারিনি। কিন্তু আমি মনে করি আমরা পুরোপুরি পরিকল্পনার মধ্যেই ছিলাম।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত