আজ প্রথমবারের মতো যে কর্মসূচি দিল বিএনপি

| আপডেট :  ০৩ জুন ২০২১, ০১:০৫  | প্রকাশিত :  ০৩ জুন ২০২১, ০১:০৫

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সরাসরি ভোটে রাষ্ট্রপতি হওয়ার দিন ৩ জুন স্মরণে প্রথমবারের মতো কর্মসূচি দিয়েছে বিএনপি। নেতারা জানান, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে নতুনত্ব আনা হচ্ছে। মাঠের কর্মসূচির পাশাপাশি দলের প্রতিষ্ঠাতার কর্মকাণ্ড বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ জুন) জিয়াউর রহমানের সরাসরি ভোটে রাষ্ট্রপতি হওয়ার দিনে ভার্চুয়াল আলোচনা সভার কর্মসূচি পালন করা হবে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৯৭৮ সালের ৩ জুন বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সরাসরি ভোটে দেশে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। দেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে।

দিনটি স্মরণে বৃহস্পতিবার সকাল ১১টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘১৯৭৮, ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচন, বহুদলীয় গণতন্ত্র পুনঃরুদ্ধার এবং একদলীয় ব্যবস্থার অবসান’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেবেন- বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত