শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

| আপডেট :  ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩  | প্রকাশিত :  ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩

আফগানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শারজার উইকেট ও গ্যালারি সবই ছিল বাংলাদেশের অনুকুলে। কিন্তু মোহাম্মদ নবিদের স্মার্ট টি-টোয়েন্টিতে উড়ে গেল সাকিববাহিনী।

ভুল পরিকল্পনা ও সিদ্ধান্তের সঙ্গে ব্যাটিং-বোলিংয়ে জ্বলে উঠতে পারেননি টাইগাররা।

অথচ বল হাতে রশিদ-মুজিবের ভেলকি দেখানোর পর ব্যাট হাতে ঝড় তোলেন নাজিবুল্লাহ।

দুবারের ফাইনালিস্ট বাংলাদেশকে আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে আজ। হয় মারো, নয় মরো-এমন সমীকরণে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ আজ দুবাইয়ে।

সে লক্ষ্যে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ। পিচ বলছে স্পিনাররা বাড়তি সাহায্য পেতে পারেন আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ব্যবহৃত পিচে খেলা হবে।

তাই সেক্ষেত্রে আজ তিন পেসার তত্ত্ব থেকে সরে আসতে পারে বাংলাদেশ। একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হতে পারেন নাসুম।

সেক্ষেত্রে প্রথম ম্যাচে জ্বলে না ওঠা পেসার তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হবে পারে।

তবে প্রথম ম্যাচে উইকেটের দেখা পাওয়া পেসার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হতে পারে। ব্যাট চালাতে পারদর্শী এ অলরাউন্ডারকে আজকেও একাদশে দেখা যেতে পারে।

প্রথম ম্যাচের সর্বোচ্চ স্কোরার (৪৮) অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত তো নিশ্চিত থাকছেনই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুুশঙ্কা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত