ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মিরপুর মডেল থানায় বৃহস্পতিবার তিনি এ অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান।
তিনি বলেন, ক্রিকেটার আল আমিনের স্ত্রী থানায় একটি অভিযোগ করেছেন বলে শুনেছি। তবে অভিযোগপত্রটি আমি এখনও দেখিনি। দেখলে বিস্তারিত বলতে পারবো।
যৌতুক কিংবা নির্যাতনের অভিযোগ কিনা জানতে চাইলে তিনি জানান, এ সংক্রান্তই অভিযোগ দিয়েছেন বলেই শুনেছি। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত