১০৭৬ দিন পর সুযোগ পেয়ে ৫ রানে ফিরলেন সাব্বির
শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছিলেন সাব্বির রহমান। ম্যাচটিতে ওপেনিংয়েও নামানো হয় তাকে।
আর লংকানদের বিপক্ষে এ ম্যাচটির মাধ্যমে ২০১৯ সালের পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সাব্বির। কিন্তু ২০ ওভারের ম্যাচে তার প্রত্যাবর্তনটা ভালো হলো না। ৬ বল খেলে মাত্র ৫ রান করে আসিথা ফার্নান্দোর বলে আউট হয়ে সাজ ঘরে ফিরে যান সাব্বির। তিনি আউট হওয়ার সময় দলের রান ছিল ১৯।
এ ম্যাচটির আগে সর্বশেষ ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছিলেন সাব্বির। দিন অনুযায়ী ১০৭৬ দিন পর ফের জাতীয় দলের জার্সি চাপিয়ে খেলতে নামেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত