শুরুতে ভালো করলেও ঝরে গেল মিরাজ

| আপডেট :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৭  | প্রকাশিত :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৭

শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ।

ম্যাচটিতে লংকানদের বিপক্ষে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে টাইগাররা।

প্রথম ছয় ওভারে দলকে দুর্দান্ত সাফল্য এনে দিতে বড় ভূমিকা রেখেছেন মেহেদি হাসান মিরাজ। তিনি পাওয়ার প্লেতে ২৪ বল খেলে ৩৮ রান করেন। তবে সপ্তম ওভারেই সাজঘরে ফিরে গেছেন তিনি। সব মিলিয়ে ২৬ বল খেলে ৩৮ রান করে সাজঘরের পথে হাঁটতে হয়েছে তাকে। মিরাজকে বোল্ড করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ওপেনিংয়ে নামা মিরাজ শুরুতেই অন্যরকম ব্যাটিং শুরু করেন। দলের রান বাড়ানোর দিকেই মনোযোগ দেন তিনি। ফলে শুরু করেন ধুম ধাড়াকা মার।

আর তার এমন ব্যাটিংয়ে শুরুতেই ভালো রান পেয়ে যায় বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের হয়ে ওপেনিং করতে নামেন মেহেদিন হাসান মিরাজ ও সাব্বির রহমান। তবে দলীয় মাত্র ১৯ রানের সময় ৫ রান করে আউট হয়ে যান সাব্বির।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত