বড় সংগ্রহের পথে বাংলাদেশ

| আপডেট :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪  | প্রকাশিত :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪

শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের হয়ে ওপেনিং করতে নামেন মেহেদিন হাসান মিরাজ ও সাব্বির রহমান।

শুরুতেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন ওপেনিং করার সুযোগ পাওয়া মিরাজ।

তবে দলীয় মাত্র ১৯ রানের সময় ৬ বল খেলে ৫ রান করে আউট হয়ে যান সাব্বির। এরপরও নিজের আগ্রাসী মনোভাব বজায় রাখেন মিরাজ। এর বদৌলতে প্রথম ছয় ওভার অর্থাৎ পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৫৫ রান করে টাইগাররা।

কিন্তু এরপর হঠাৎ হয় ছন্দপতন। দলকে দুর্দান্ত সূচনা এনে দেওয়া মিরাজ দলীয় ৫৮ রানের সময় ৩৮ রান করে আউট হয়ে যান। তিনি আউট হওয়ার রেশ না কাটতেই উইকেটরক্ষক মুশফিকুর রহিম মাত্র ৫ বল খেলে ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন।

এতে হঠাৎ করেই কিছুটা ছন্দপতন হয়। পরবর্তীতে প্রথম দশ ওভারে ৮৫ রান করে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত