৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

| আপডেট :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৩  | প্রকাশিত :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৩

মিরাজ আউট হওয়ার ৫ রানের মাথায়ই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। চামিকা করুণারত্নের বল ব্যাকফুটে ডিফেন্ড করতে যান। বল তার ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে মেন্ডিসের গ্লাভসে গিয়ে জমা হয়। ৫ বল খেলে ৪ রান করে যান তিনি।

লাইভ স্কোর:
বাংলাদেশ: ৮৫/৩ (১০ ওভারে)
ব্যাটিং: আফিফ ৬* ও সাকিব ২৩*।
আউট: ১৯/১ (সাব্বির ৫), ৫৮/২ (মিরাজ ৩৮), ৬৩/৩ (মুশফিক ৪)।
বোলিং: আসিথা ১/১৯, হাসারাঙ্গা ১/৩, চামিকা ১/১৯।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত