তিন উইকেটের পতন ঘটিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এবাদত
এশিয়া কাপে শ্রীলংকাকে বাঁচা-মরার লড়াইয়ে ১৮৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
পাহাড় সমান এই রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো করেন দুই লংকান ওপেনার পাথুম নিশানকা ও কুশাল মেন্ডিস। তারা প্রথম পাঁচ ওভারেই তুলে ফেলেন ৪৪ রান। এতে শুরুতেই ম্যাচটি শ্রীলংকার নিয়ন্ত্রণে চলে যায়।
তবে ষষ্ঠ ওভারে এসে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন পেসার এবাদত হোসেন। তিনি ৫.৩ ওভারের সময় পাথুম নিশানকাকে ক্যাচ আউট করে দেন। নিশানকা ১৯ বল খেলে ২০ রান করেন। এরপর ওই ওভারের শেষ বলে ওয়ান ডাউনে নামা চারিথ আসালাঙ্কাকে ক্যাচ আউট করে দেন তিনি। আসালাঙ্কা ৩ বলে ১ রান করেন।
সব মিলিয়ে পাওয়ার প্লেতে ৪৮ রান তুলতে সমর্থ হয় শ্রীলংকা
এরপর সপ্তম ওভারের শেষ বলে মাহাদী হাসান কুশাল মেন্ডিসকে আউট করেন। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান তিনি।
তবে বাংলাদেশকে বেশিক্ষণ নো বলের আফসোসে পুড়তে হয়নি। কারণ অষ্টম ওভারের চতুর্থ বলে দানুশকা গুণাথিলাকাকে ক্যাচ আউট করে নিজের তৃতীয় উইকেটটি তুলে নেন এবাদত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত