স্পেনের বারে ধর্ষণ চেষ্টা, বসের গোপনাঙ্গ কাটলেন বাংলাদেশি নারী
স্পেনের একটি বারে ধর্ষণের চেষ্টা করায় ছুরি দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীর ওই সহকর্মী বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতে দেশটির স্যান্ট অ্যান্ড্রু দে লা বার্সা এলাকার একটি বারে এ ঘটনা ঘটে। ওই নারী দাবি করেছেন, ধর্ষণ থেকে নিজেকে রক্ষা করতে তিনি চেষ্টা করেছেন। ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানাযায়নি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ৩০ বছর বয়সী ওই নারীর ওপর হামলাকারী ব্যক্তি অফিসে তার উধ্বর্তন কর্মকর্তা।
ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তি অনেক দিন ধরে তাকে হেনস্তা করে আসছেন এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতেও জবরদস্তি করতেন। এরপর মঙ্গলবার ধর্ষণের চেষ্টা করলে গোপনাঙ্গ কেটে নেন তিনি।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, জরুরি অস্ত্রোপচারে ওই ব্যক্তির গোপনাঙ্গ পুনরায় প্রতিস্থাপন সম্ভব কিনা, বিষয়টি এখনো পরিস্কার নয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত