এবার হকি লিগে দল কিনছেন সাকিব!
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই নিজের জাত চিনিয়ে আসছেন সাকিব আল হাসান। ক্রিকেটের পাশাপাশি বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েও বেশ সফল হয়েছেন। এবার ফ্র্যাঞ্চাইজি হকি লিগে দল কিনছেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার।
ক্রিকেটের মাধ্যমেই আজকের অবস্থানে এসেছেন সাকিব। তবে বাইশ গজের খেলায় নয়, বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনবে এই তারকা ক্রিকেটারের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।
হকিতে পুরোনো গৌরব ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এরই অংশ হিসেবে এবার ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে লিগ আয়োজন করবে দেশীয় হকির নিয়ন্ত্রক সংস্থা। এতে সাকিবের মোনার্ক মার্ট ছাড়াও অংশগ্রহণ করবে ওয়ালটন, একমি গ্রুপ, সাইফ পাওয়ারটেকের মতো একাধিক নামকরা প্রতিষ্ঠান।
আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে এই হকি লিগ।
এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগটি নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর এসিই-এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করা হবে। এরপর আমরা অনেকগুলো বিষয় চূড়ান্ত করবো। এসব নিয়েই কাজ চলছে। আশা করি, বাংলাদেশের হকির ইতিহাসে স্মরণীয় কিছু হতে যাচ্ছে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত