টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক

| আপডেট :  ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫  | প্রকাশিত :  ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫

এশিয়া কাপে ব্যাট হাসেনি মুশফিকুর রহিমের। এ নিয়ে সমালোচনার ঝড়ে পড়েছেন তিনি। আর এমন সমালোচনার মাঝে দেশে ফিরেই ক্রিকেটের এই খুদে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন মি. ডিপেন্ডেবল।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দিয়েছেন মুশফিক। তবে বাকি দুই ফরম্যাট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও কুড়ি ওভারের ফ্রাঞ্চাইজি লিগ খেলে যাবেন মুশফিক।

তিনি লিখেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে।

আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত