একাধিক স্থানে অভিযান চালিয়েও মিলছে না আল আমিনের খোঁজ

| আপডেট :  ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৮  | প্রকাশিত :  ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৮

রাজধানী মিরপুরের বাসা ছেড়ে পালিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আল আমিন। তারপর থেকে তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তার বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা আকারে নথিভুক্ত হয়।

আর তারপর থেকেই পালাতক তিনি। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে পুলিশ। কিন্তু দীর্ঘ সময় ধরে চালানো অভিযানেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাকে। আজ রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ক্রিকেটার আল আমিনকে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান মামলা দায়ের করার পরপরই গ্রেপ্তার অভিযানে নামে পুলিশের একটি দল। শুক্রবার রাতে তার ঢাকার বাসায় অভিযান চালায় পুলিশ। কিন্তু গ্রেপ্তার এড়াতে আগেই পালিয়ে যান আল আমিন।

পরবর্তীতে গত শুক্রবার থেকে রোববার দুপুর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের একাধিক স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। কিন্তু সেসব অভিযানেও খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। মামলার পর থেকে আল আমিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ফোন বন্ধ পাওয়া গেলেও উচ্চ প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। রোববার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ক্রিকেটার আল আমিনকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আশা করি তাকে দ্রুতই গ্রেপ্তার করতে পারব।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত