বাংলাদেশ ও ভারতের মধ্যে সাত সমঝোতা স্মারক সই

| আপডেট :  ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৮  | প্রকাশিত :  ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৮

চারদিনের সফরে গতকাল ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৭ সমোঝোতা স্মারক সই হয়েছে বলে জানা গেছে। সেগুলো হলো-

১. রহমিপুর হয়ে বাংলাদেশের সিলেটে কুশিয়ারা নদী থেকে সুরমা-কুশিয়ারা প্রকল্পের আওতায় ১৫৩ কিউসেক পানি বণ্টনে সমঝোতা স্মারক।

২. ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) এবং বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতায় সমঝোতা স্মারক।
৩. ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক।
৪. বাংলাদেশ রেলওয়ের কর্মীদের ভারতীয় রেলওয়ের ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক
৫. বাংলাদেশ রেলওয়ের আইটি বিষয়ক সহযোগিতার জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।
৬. প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারক।
৭. মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার মধ্যে সমঝোতা স্মার

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত