এখনও এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখতেছে ভারত

সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা বিপক্ষে পরাজয়ের পর ভারতের এশিয়া কাপের ফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেছে।
তবে খাতাকলমে এখনও সম্ভাবনা টিকে আছে। ভারতের সামনে ফাইনালে ওঠার সুযোগ আছে এখনও। সেজন্য মিলতে হবে একাধিক অঙ্ক।
যে শ্রীলংকার কাছে হেরে এশিয়া কাপের ফাইনাল অনিশ্চিত হয়ে পড়েছে সেই শ্রীলংকার জয়ের আশায় এখন থাকতে হবে ভারতকে। তার আগে জিততে হবে নিজেদের সুপার ফোরের শেষ ম্যাচটি।
আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে আছে শ্রীলংকা। দুই ম্যাচে লঙ্কানদের পয়েন্ট ৪। তাদের নেট রানরেট +০.৩৫১। আর সেখানে দুই ম্যাচ খেলে ভারতের পয়েন্ট শূন্য। রোহিত শর্মারা আছেন তৃতীয় স্থানে।
পাকিস্তান এবং আফগানিস্তান একটি করে ম্যাচ খেলেছে। ভারতকে হারানোর সৌজন্যে পাকিস্তানের পয়েন্ট ২। বাবর আজমরা আছেন দ্বিতীয় স্থানে। তাদের নেট রানরেট +০.১২৬। শ্রীলংকা থেকে কম।
বার এখনও কোনো পয়েন্ট পায়নি আফগানিস্তান, তাদের নেট রানরেট -০.৫৮৯।
কোন অঙ্কে ভারত এখনও এশিয়া কাপের ফাইনালে উঠতে পারবে ?
বুধবার হবে সুপার ফোরের আফগানিস্তান বনাম পাকিস্তান । আর সে ম্যাচে আফগানিস্তানের হয়ে গলা ফাটাবে ভারত। কারণ এ ম্যাচে আফগানিস্তান হারলেই ভারত ছিটকে যাবে। আফগানিস্তান জিতলে রশিদ খানদের পয়েন্ট হবে ২।
আফগানিস্তানের জয়ে কপাল খুলবে ভারতের। কিন্তু পরদিনই সেই ৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে ভারতকে। সেক্ষেত্রে রোহিত শর্মাদের পয়েন্ট হবে ২।
এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে ৯ সেপ্টেম্বর শ্রীলংকার হয়ে গলা ফাটাবে ভারত। এমন পরিস্থিতিতে এসে ঠেকবে যখন আগের দুই ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তান হারবে। শুক্রবারের ম্যাচে পাকিস্তানকে যদি শ্রীলংকা হারিয়ে দেয়, তাহলে বাবর আজমদেরও পয়েন্ট হবে দুই।
সব ফলাফল ভারতের পক্ষে গেলে শ্রীলংকা ৬ পয়েন্টে সুপার ফোর শেষ করবে। ভারত, আফগানিস্তান এবং পাকিস্তান – তিন দলেরই হবে ২ পয়েন্ট করে। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে কোন দল ফাইনালে যাবে। ভারত রানরেটে এগিয়ে থাকলেই ফাইনালের টিকিট কাটতে পারবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত