বাংলাদেশ শুধু ঋণ নেয় না, অন্য দেশকে ঋণ দেওয়াও শুরু করেছে: অর্থমন্ত্রী
বাংলাদেশ শুধু ঋণ নেয় না, অন্য দেশকে ঋণ দেওয়াও শুরু করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, করোনা সংকটের মধ্যে বাজেট ঘাটতি বাড়বে-এটাই স্বাভাবিক। তবে প্রস্তাবিত বাজেট নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও জীবিকা নিশ্চিত করবে।
অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। আগামী অর্থবছরের বাজেটে দক্ষতা উন্নয়নের উদ্যোগ খাকবে। প্রস্তাবিত বাজেটকে ব্যবসাবান্ধব উল্লেখ করে বলেন, ব্যবসায়ীদের সুযোগ দিলে কর্মসংস্থান বাড়বে। এছাড়াও বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এবারের বাজেটে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। তবে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ আছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত