পাক সমর্থকদের পিটিয়ে মাঠছাড়া করল আফগানরা, শোয়েবের হুঁশিয়ারি
পাকিস্তানের বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। বুধবার নাসিম শাহের বিধ্বংসী মেজাজের সাক্ষী হয়ে এশিয়া কাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছে আফগানদের। যেটা মেনে নিতে পারেননি দলটির সমর্থকরা। ম্যাচ চলাকালীন ও শেষে পাকিস্তানি সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়ান তারা। এসময় পাক ভক্তদের বেদম মারধরও করতে দেখা যায় তাদের।
ক্রিকেট মাঠে হাই ভোল্টেজ ম্যাচে ভক্তদের সংঘর্ষ নতুন কিছু নয়। তবে গতকাল রাতে পাকিস্তান ও আফগানিস্তানের রোমাঞ্চকর ম্যাচের পর যে ছবি ও ভিডিও সামনে এসেছে তা ক্রিকেটের জন্য রীতিমতো লজ্জাজনক। রশিদ খানদের হারার নিশ্চিত হতেই স্টেডিয়ামের মধ্যে আফগান সমর্থকদের পাকিস্তানি সমর্থকদের উপর হামলা করতে দেখা যায়। স্টেডিয়ামের চেয়ার পর্যন্ত উপড়ে ফেলেছে আক্রমণাত্মক সেসব ভক্ত।
শোয়েব আখতার নিজের টুইটার অ্যাকাউন্টে ঘটনার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আফগান ভক্তরা এটাই করছে। অতীতে বহুবার তারা এমনটি করেছেন। এটি একটি খেলা এবং এটাকে সঠিক মনোভাব নিয়ে খেলা ও গ্রহণ করা উচিত। শফিক স্ট্যানিকজাই আপনি যদি এই খেলায় এগিয়ে যেতে চান তবে আপনাদের ভক্ত ও খেলোয়াড়দের কিছু জিনিস শিখতে হবে।’
এর আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৯ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে নাসিম শাহের বিধ্বংসী এক ইনিংসে শেষ ওভারে ১১ রানের বাঁধা দুই ছ্ক্কার মারে । ৪ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত