এবার খেলা হবে এমবাপ্পে-হলান্ডের

| আপডেট :  ০৮ সেপ্টেম্বর ২০২২, ০১:০২  | প্রকাশিত :  ০৮ সেপ্টেম্বর ২০২২, ০১:০২

একটা সময় ছিল যখন প্রায় প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়তেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কখনো মেসির রেকর্ড ভাঙতেন রোনাল্ডো, কখনো রোনাল্ডোর রেকর্ড মেসি। সেই সময়টা শেষের পথে। এখন সময় কিলিয়ান এমাবপ্পে ও আর্লিং হলান্ডের।

বর্তমান প্রজন্মের সেরা দুই ফরোয়ার্ডের মধ্যে রেকর্ড ভাঙা-গড়ার খেলা দারুণ জমে উঠেছে। দুজনই চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করলেন জোড়া গোলের রেকর্ডের পাতা রাঙিয়ে।

মঙ্গলবার প্যারিসে ‘এইচ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসকে ২-১ ব্যবধানে হারিয়েছে পিএসজি। ‘জি’ গ্রুপের ম্যাচে হলান্ডের জোড়া গোলে সেভিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানসিটি। বাকি দুই গোল ফিল ফোডেন ও রুবেন দিয়াসের।

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও দাপুটে জয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে। সেলটিকের মাঠে রিয়ালের ৩-০ ব্যবধানের জয়ে একটি করে গোল ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদরিচ ও এডেন হ্যাজার্ডের। করিম বেনজেমা চোট নিয়ে মাঠ ছাড়লেও রিয়ালের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি। দিনামো জাগরেবের মাঠে ১-০ গোলের অপ্রত্যাশিত হারে কাল চাকরি গেছে চেলসি কোচ টমাস টুখেলের।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম ছয় ম্যাচে ১০ গোল করা হলান্ড সিটির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগেও শুরু করলেন রেকর্ড গড়ে। এর আগে সালজবুর্গ ও ডর্টমুন্ডের হয়েও ইউরোপসেরার মঞ্চে অভিষেকে গোল করেছিলেন ২২ বছর বয়সি নরওয়ের ফরোয়ার্ড। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ২০ ম্যাচে ২৫ গোল হয়ে গেল হলান্ডের। এত কম ম্যাচ খেলে এবং এত কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ২৫ গোল আর কারও নেই। বয়সের হিসাবে এমবাপ্পের রেকর্ড ভেঙেছেন হলান্ড। আর সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ৩৫ গোল করে মেসির রেকর্ড ভেঙেছেন এমবাপ্পে (২৩ বছর ২৬০ দিন)। জুভেন্টাসের বিপক্ষে ২২ মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচের ভাগ্য লিখে দেন ফরাসি ফরোয়ার্ড। ম্যাককেনির গোলে ব্যবধান কমায় জুভেন্টাস।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত