‘ব্যাট দিয়ে মারতে চাওয়া’ আসিফকে নিষিদ্ধের দাবি
একের পর এক উইকেট হারিয়ে বিপর্যস্ত পাকিস্তান। একমাত্র ভরসা হয়ে ছিলেন আসিফ আলী। ১৯তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেন। ফরিদ আহমেদের পরের বলেই শর্ট ফাইন লেগে ক্যাচ হলেন।
ছক্কা হজমের পর উইকেট নিয়ে আসিফের একেবারে সামনে গিয়ে ফিস্ট বাম্প করলেন ফরিদ। আউট হওয়ার পর প্রতিপক্ষ বোলারের এই উদযাপন যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিলো পাকিস্তানি ব্যাটসম্যানকে। ধাক্কা দিয়ে আসিফ সরিয়ে দিলেন ফরিদকে। আফগান পেসারও পাল্টা প্রতিক্রিয়া দেখান। আসিফের যেন রাগ আরও বেড়ে গেলো, ব্যাট উঁচিয়ে মারতে চাইলেন ফরিদকে। আরও কয়েক সেকেন্ড উত্তপ্ত বাক্যবিনিময় হতেই আফগান খেলোয়াড়রা এসে দুজনকে আলাদা করেন। পেছনে ফিরে আবারও আসিফ কিছু একটা বলেন, তারপর ধরেন ড্রেসিংরুমের পথ।
পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যানের এমন আচরণ ভালোভাবে নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী শফিক স্ট্যানিকজাই। এশিয়া কাপের বাকি সময় আসিফকে নিষেধাজ্ঞার দাবি জানালেন তিনি।
স্ট্যানিকজাই ওই মুহূর্তের ভিডিও পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘এটা আসিফ আলীর চরম পর্যায়ের বোকামি এবং তাকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে নিষিদ্ধ করা হোক। যে কোনও বোলারের উদযাপন করার অধিকার আছে কিন্তু তাই বলে শারীরিক আগ্রাসন মোটেও গ্রহণযোগ্য নয়।’
আসিফ মাঠ ছাড়লেও বোলার নাসিম শাহ ব্যাটসম্যানের ভূমিকায় বীরোচিত ইনিংস খেলেন। শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা মেরে পাকিস্তানকে তোলেন ফাইনালে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত