তিন বছর পর কোহলির সেঞ্চুরি, ভারতের রানের পাহাড়
বিরাট কোহলির সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটে ২১২ রানের পাহাড় গড়ে ভারত। ৬১ বলে ১২টি চার আর ৬টি ছক্কায় ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন কোহলি।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই তার মেইডেন সেঞ্চুরি। ২০১৯ সালের নভেম্বরের পর সেঞ্চুরির দেখা পেলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৫তম আসরের ১১তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত।
লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ১২.৪ ওভারে ১১৯ রানের উড়ন্ত সূচনা করেন কোহলি। ৪১ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৬২ রান করে রাহুল আউট হন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২ বলে ৬ রান করে ফেরেন সুরাইয়া কুমার যাদব।
এরপর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ৪২ বলে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন কোহলি। এই জুটিতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০৪তম ম্যাচে মেইডেন সেঞ্চুরি করেন কোহলি। তার ব্যাটিং তাণ্ডবের ম্যাচে ১২০ বলে ২১২ রানের পাহাড় গড়ে ভারত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত