বেশি ‘পারফেক্ট’ মানুষের মদে আসক্তির শঙ্কা বেশি

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৪  | প্রকাশিত :  ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৪

অতিমাত্রায় মদ্যপানের প্রবণতাকে চিকিৎসাবিজ্ঞানে ‘ডিসঅর্ডার’ বা ভারসাম্যহীনতা হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের ভারসাম্যহীন ব্যক্তি তার শারীরিক অবস্থা বা সামাজিক ও পেশাগত ঝুঁকির পরোয়া না করে মদ্যপান চালিয়ে যান।

অনেকেই আছেন অতিমাত্রায় খুঁতখুঁতে, সবকিছুতেই নিপাট হতে চান তারা। সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে এসেছে মজার তথ্য। দেখা গেছে, অতিমাত্রায় পরিপাটি বা পারফেক্ট থাকার আকাঙ্ক্ষা মানুষকে ঠেলে দিতে পারে মদের বোতলের দিকে।

বেলজিয়ামের একদল গবেষকের চালানো এই গবেষণার ফল চলতি মাসের শুরুতে অ্যালকোহলিজম: ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ-এ প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, বেশি মাত্রায় পরিপাট্য বা অত্যধিক পারফেকশনিজম একজন ব্যক্তির মদের প্রতি দুর্বলতা বাড়িয়ে দিতে পারে। সমীক্ষায় দেখা গেছে, অত্যধিক মদ্যপানসংক্রান্ত মানসিক বৈকল্যের (এসএইউডি) সঙ্গে ব্যক্তির অবাস্তব প্রত্যাশা ও সংবেদনশীলতার সংযোগ রয়েছে।

অতিমাত্রায় মদ্যপানের প্রবণতাকে চিকিৎসাবিজ্ঞানে ‘ডিসঅর্ডার’ বা ভারসাম্যহীনতা হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের ভারসাম্যহীন ব্যক্তি তার শারীরিক অবস্থা বা সামাজিক ও পেশাগত ঝুঁকির পরোয়া না করে মদ্যপান চালিয়ে যান।

অতিমাত্রায় পরিপাটি থাকার প্রবণতার সঙ্গে এসএইউডির সম্পর্ক যাচাই করে দেখেছেন বেলজিয়ামের গবেষকেরা। এ জন্য একই লিঙ্গের ৬৫ জন প্রাপ্তবয়স্ককে দুটি দলে ভাগ করা হয়। একটি দলের সবাই এসএইউডিতে ভুগছেন, অন্য দলটির মদে আসক্তি তেমন একটা নেই।

হিউইট মাল্টিডাইমেনশনাল পারফেকশনিজম স্কেলের (এমন কিছু প্রশ্ন, যার মাধ্যমে ব্যক্তির পরিপাটি থাকার আকাঙ্ক্ষা যাচাই করা যায়) মাধ্যমে দুটি দলের সদস্যদের মূল্যায়ন করেছেন গবেষকেরা।

গবেষণায় দেখা গেছে, এসএইউডিতে ভুগছে এমন দলটির সদস্যের পারফেক্ট থাকার প্রবণতা অন্য দলের তুলনায় ৭৯ শতাংশ বেশি। মদে আসক্ত ব্যক্তিদের মধ্যে সমাজ নির্ধারিত পারফেকশনিজমের ধারণা অনুসরণের আগ্রহও বেশি দেখা গেছে। এই ব্যক্তিদের মধ্যে বেশি মাত্রায় বিষণ্নতার উপসর্গ এবং উদ্বেগ লক্ষ করেছেন গবেষকেরা। অর্থাৎ সমাজের মানদণ্ড অনুযায়ী পারফেক্ট থাকতে পারছেন কি না তা নিয়ে এসব ব্যক্তি সারাক্ষণ উদ্বেগে ভোগেন।

গবেষণা বলছে, পারফেক্ট থাকার চেষ্টায় কোনো ভুল হচ্ছে কি না, সেই উৎকণ্ঠা তাড়িয়ে বেড়ায় এসএইউডি আক্রান্তদের। মদের দিকে তাদের আরও ঝুঁকে পড়ার এটি প্রধান কারণ হতে পারে। এর আগে আরও কয়েকটি গবেষণায় একই ধরনের ফল পাওয়ার কথা জানিয়েছিলেন গবেষকেরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত