যখন-তখন বমি করতে পারলে চাকরি মিলবে নেদারল্যান্ডে

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৯  | প্রকাশিত :  ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৯

কিন্তু ছোট্ট একটু সমস্যাও রয়েছে! এতদিন ধরে অনিচ্ছায় যে বমি করছিলেন, এই চাকরিতে যোগ দিলে তা করতে হবে স্বেচ্ছায়। বমির আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে গলা উগড়ে বের করে দিতে হবে পেটের খাবার।

যানবাহনে উঠেছেন, শুরু হয়েছে বমি। কোনো উঁচু ভবনে উঠেতে যাবেন, সেখানেও একই পরিস্থিতি। বিপদেরই এক কাণ্ড। তবে এই বমি করে বেড়ানো লোকদের জন্য এসেছে সু খবর।

ঠিকমতো বমি করতে পারলে এখন চাকরি মিলছে নেদারল্যান্ডে।

কিন্তু ছোট্ট একটু সমস্যাও রয়েছে! এতদিন ধরে অনিচ্ছায় যে বমি করছিলেন, এই চাকরিতে যোগ দিলে তা করতে হবে স্বেচ্ছায়। বমির আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে গলা উগড়ে বের করে দিতে হবে পেটের খাবার।

স্থানীয় সংবাদমাধ্যম এনএলটাইমস বলছে, স্বেচ্ছায় বমি করতে পারেন, এমন ব্যক্তিদের চাকরি দিতে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল নেদারল্যান্ডের অ্যামস্টারডামের একটি হাসপাতাল। বেশ সাড়াও পেয়েছে কর্তৃপক্ষ। আবেদন পড়েছে শতাধিক।

আমস্টারডামের কাইন্ডট ক্লিনিকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উদ্বেগ, ভীতি আর মানসিক অবসাদের মতো ব্যাপারগুলো নিয়ে কাজ করে তারা। হাসপাতালের বিশেষজ্ঞরা, উপরে ওঠা নিয়ে ভয় বা সুচ দেখে যারা ভয় পান তাদের চিকিৎসা দিয়ে থাকেন। ক্লিনিকটি বমির ভয় কাটিয়ে উঠতেও সাহায্য করে রোগীদের।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোগীদের বমির ভয় কাটাতে এই চাকরির বিজ্ঞাপন দেয়া হয়েছে। আগে একজন এ পদে চাকরি করতেন সেখানে, তিনি অবসরে যাওয়ায় পদটি এখন ফাঁকা। নির্দেশ পেলেই যেন বমি করতে পারেন, এমন একজন দরকার তাদের।

হাসপাতালটির চিকিৎসক মনোবিদ মার্তেজ ক্রোয়েসে বলেন, রোগীদের একটি সেশনের সময় বমি করার জন্য একজনকে দরকার। প্রত্যাশার চেয়ে বেশি আবেদন পড়েছে। এর মধ্য থেকেই আমরা কাঙিক্ষত ব্যক্তি খুঁজে পাব।

বমি করার চাকরি দেয়ার এই বিজ্ঞাপন এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত