পাকিস্তান-শ্রীলঙ্কার ফাইনাল সামলাবেন বাংলাদেশের মুকুল
এশিয়া কাপের আসর থেকে টিম টাইগার্স গ্রুপ পর্বে বিদায় নিলেও ঠিকই রয়েছে গেছে বাংলাদেশ। পাকিস্তান-ভারতের দুইটি হাইভোল্টেজ ম্যাচ অনফিল্ড আম্পায়ার হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
এবার চলতি আসরের ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন মুকুল। আগামী ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে যেখানে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে এমনটা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
মিঠু এশিয়া কাপ দেখতে এখন দুবাইয়ে অবস্থান করছেন। তিনি বলেন, মুকুল দারুণ আম্পায়ারিং করেছে এশিয়া কাপে। ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচ সে দারুণভাবে সামলে নিয়েছে। সেই পুরস্কার পাচ্ছে সে।
মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। ছিলেন ১৮ ম্যাচের অনফিল্ড আম্পায়ার। এছাড়াও ১৭টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত