ক্ষমতায় থাকতে প্রধানমন্ত্রী ভারতে গিয়েছেন: মির্জা ফখরুল

| আপডেট :  ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:০৭  | প্রকাশিত :  ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:০৭

প্রধানমন্ত্রী শুধু পরবর্তী সময়ে ক্ষমতায় থাকতে ভারতে গিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইতি প্রকাশনের উদ্যোগে ‘রাজনীতি: পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘মানুষের সঙ্গে আওয়ামী লীগ বেইমানি করেছে। ভারতে গিয়েছে শুধু পরবর্তী সময়ে ক্ষমতায় থাকতে। ভারতের সঙ্গে সুসম্পর্ক হোক আমরাও চাই, সে সম্পর্ক আজ স্বামী-স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে বলে আমাদের দেশের এক মন্ত্রী বলেছে।’

ফখরুল আরও বলেন, ‘আজকে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছে। মামলা, হামলা, গুলি করে বাংলাদেশের মানুষকে থামানো যাবে না। বাংলাদেশের মানুষ সংগ্রামী।’ সংগ্রামের মাধ্যমেই মানুষ বর্তমান অবস্থার পরিবর্তন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত