ভারতের বিশ্বকাপ দলে ফিরছেন বুহরাহ-হার্শেল

| আপডেট :  ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯  | প্রকাশিত :  ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯

এশিয়া কাপে ব্যর্থ হওয়ায় রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় জুটি চাপে পড়ে গেছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ তাদের জন্য বড় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ উৎরানোর লড়াইয়ে পেসার জাসপ্রিত বুমরাহ ও হার্শেল প্যাটেল বিশ্বকাপ দলে ফিরছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের বৈঠক আগামী ১৫ সেপ্টেম্বর। ওই দিনই বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে ভারত। তবে এশিয়া কাপের দলে অবশ্যই আসবে পরিবর্তন।

পেস আক্রমণে বুমরাহ-হার্শেল যোগ হলে এশিয়া কাপের দলে থাকা আবেশ খান এবং অর্শদীপ সিংয়ের অন্তত একজনের জায়গা ছেড়ে দিতে হবে। বাদ পড়ার সম্ভাবনা বেশি থাকবে আবেশ খানের। বাঁ-হাতি পেসার কোটায় টিকে যেতে পারেন অর্শদীপ। এছাড়া মোহাম্মদ শামীর দলে ঢোকার তেমন সম্ভাবনা নেই।

এশিয়া কাপে চার স্পিনার ছিলেন ভারতীয় দলে। তারা হলেন- যুজবেন্দ্র চাহাল, রবিশচন্দন অশ্বিন, রবি বিষ্ণয় এবং রবিন্দ্র জাদেজা। ইনজুরিতে পড়ায় জাদেজার জায়গায় অক্ষর প্যাটেলকে নেওয়া হয়। বাঁ-হাতি স্পিন ও অলরাউন্ডার ক্যাটাগরিতে বিশ্বকাপ দলে টিকে যেতে পারেন তিনি। অশ্বিনের জায়গায় দলে টিকে যেতে পারেন তরুণ লেগি বিষ্ণয়।

ভারতের ব্যাটিং লাইন আপে টপ অর্ডারে পরিবর্তনের জায়গা নেই। তবে মিডল অর্ডারে ফিনিশার রোল নিয়ে প্রশ্ন আছে। ঋষভ পান্ত খেলবেন নাকি দিনেশ কার্তিক খেলবেন। দু’জনই দলে জায়গা পাবেন কিনা। দিপক হুডাকে দলে রাখা হবে কিনা। দলে ঢুকলে কোন পজিশনের বিবেচনায় নেওয়া হবে তাকে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত