শুরুতেই এমন বোলিং ‘কেউ দেখেনি’

| আপডেট :  ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮  | প্রকাশিত :  ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮

এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম ওভারে কাগজে-কলমে কোনো বল না হলেও ৯ রান দিয়ে দেন শ্রীলংকার তরুণ পেসার দিলশান মাদুশঙ্কা। সেটা কিভাবে সম্ভব? আসলে ম্যাচের প্রথম পাঁচটি বলই যে ছিল নো আর ওয়াইড। এই পাঁচ বলেই হয়েছে ৯ রান।

২১ বছর বয়সী এই বোলারের ওভারের প্রথম বলটি হয় পায়ের নো। ফ্রি হিটের বলে দেন ওয়াইড। ঠিক পরের বল আবার ওয়াইড। এরপরের বলে ওয়াইডসহ ৫ রান। পরের বলে আবার ওয়াইড। ষষ্ঠবারের চেষ্টায় গিয়ে সঠিক বলটি করেন মাদুশঙ্কা। সেই বলে সিঙ্গেল রান নেন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তখন এক বলে পাকিস্তানের সংগ্রহ ছিল ১০ রান। ১১ বলের সেই ওভারে তিনি খরচ করেন ১২ রান। অতিরিক্ত থেকে পাকিস্তান সংগ্রহ করে ১০ রান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত